ভারতে মৌমিতা ধর্ষণের প্রতিবাদে চবিতে একক অবস্থান কর্মসূচী
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৪, ১০:১৮ রাত
নিউজ ডেস্ক

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সম্প্রতি পশ্চিমবঙ্গের রাধাগোবিন্দ কর মেডিকেল কলেজের ৩১ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ৩৬ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধ'র্ষ'ণ ও হ'ত্যা করা হয়েছে। নারকীয় এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিল তারই সহকর্মী, যার মধ্যে একজন নারী চিকিৎসকও সহযোগীতা করেছেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মো: ইসতিয়াক হোসেন এর প্রতিবাদে ক্যাম্পাসের শহিদ মিনারের সামনে একক অবস্থান কর্মসূচী পালন করেন।

তিনি বলেন "ভারতে গণধর্ষণের মত নারকীয় ঘটনা প্রথম নয়। কাশ্মীরে ৮ বছরের শিশু আসিফা বানুকে নির্মমভাবে হত্যা ও ধর্ষণের ক্ষত এখন সবার মনে দগদগে তাজা। আমরা দেখেছি গুজরাট দাঙ্গার সময় গর্ভবতী বিলকিস বানুকে ধর্ষিতা হতে। কিন্তু ২০২২ সালে সেই ধর্ষকরা বেকসুর খালাস পেয়ে যায়। বিচারহীনতা এই সংস্কৃতি ধর্ষণকে মহামারীরূপ দিয়েছে। গতকাল ভারতের পশ্চিমবঙ্গে ডাক্তার মৌমিতা দেবনাথের নিজ সহকর্মীদের  দ্বারা নির্মমভাবে ধর্ষণ ও হত্যার ঘটান ইতোমধ্যে সারাবিশ্বে আলোড়ল তুলেছে।  ভারতে বিভিন্ন সময়ে ধর্মীয় এবং রাজনৈতিক কারণবসত অতীতে যেসব ধর্ষণকান্ডের বিচার হয়নি, তাই অপরাধীদের প্রশ্রয় দিয়েছে। আমি অনতিবিলম্বে মৌমিতা দেবনাথসহ  ধর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িত সকলের গ্রেফতার ও বিচার দাবি করছি।"

হাআমা/