আজ সাধারণ আলেম সমাজের 'শবগুজারি কর্মসূচি'
প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৪, ০৫:৪১ বিকাল
নিউজ ডেস্ক

রিদওয়ান হাসান, যাত্রাবাড়ী : সাধারণ আলেম সমাজ ও ছাত্রজনতার মাঝে সেতুবন্ধন তৈরি লক্ষ্যে আজ (১৫ আগস্ট) দেশব্যাপী 'শুবগুজারি কর্মসূচি'র ডাক দিয়েছে সাধারণ আলেম সমাজ।

রাজধানীর বেশ কয়েকটি স্পটে 'নেক হও, এক হও' স্লোগানে সব ধরনের মানুষের জন্য উন্মুক্ত ১৫ আগস্টের এ কর্মসূচি আয়োজন করছে সাধারণ আলেম সমাজ।

সাধারণ আলেম সমাজ এর কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে ছাত্রজনতার সাথে আমাদের সেতুবন্ধন তৈরি হবে। হামদ-নাত, কাওয়ালি, তালিম ও বয়ানের মাধ্যমে সন্ধার পর থেকেই এ কার্যক্রম শুরু হবে।

এরই প্রেক্ষিতে সাধারণ আলেম সমাজ এর কেন্দ্রীয় সমন্বয়কেরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে মাগরিবের পর এ কর্মসূচি পালন করবে বলে জানা গেছে৷

হাআমা/