বিকাল ৩টার মধ্যে প্রেসিডেন্টকে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম
প্রকাশ: ০৬ আগস্ট, ২০২৪, ০২:০২ দুপুর
নিউজ ডেস্ক

মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন। আজ বেলা পৌনে ১টার দিকে এক ভিডিও বার্তায় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ আল্টিমেটাম দেন। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

বিকেল ৩টার মধ্যে সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এ আল্টিমেটাম দেন নাহিদ।

নাহিদ বলেন, বিকাল ৩টার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ ভেঙে দিতে হবে নতুবা কঠোর কর্মসূচী দেওয়া হবে।

এছাড়া ভিডিও বার্তায় নাহিদ ইসলাম সকলকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে। এখন দেশগঠনে ছাত্রজনতাকে কাজ করতে হবে। এখন লুটপাট, নাশকতা ও সাম্প্রদায়িক হামলা যারা করবে তারা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে ছাত্রজনতাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দ্রুতই রাষ্ট্রের স্থিতাবস্থা ও আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্র-জনতাকে কাজ করতে হবে।

এন এ /