নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান
প্রকাশ: ০৩ আগস্ট, ২০২৪, ০৭:৫৭ বিকাল
নিউজ ডেস্ক

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ৯ দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন সাধারণ আলেম সমাজ।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় রাজধানীর কাজলায় ‘আমারও কিছু বলার আছে’ শিরোনামে এক সংহতি সমাবেশ থেকে এ আহ্বানস জানান সাধারণ আলেম সমাজ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের আপামর জনসাধারণের কাছে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে এবং সাধারণ আলেম সমাজের সুষ্পষ্ঠ বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের চলমান সংকট থেকে উত্তরোণের পথ খুঁজতেই আমাদের এই আয়োজন।

সমাবেশে বক্তব্য রাখেন কবি মুসা আল হাফিজ, শরিফ আবু হায়াত অপু, মুফতি রিদওয়ান হাসান, মুফতি আশরাফুল হক, মুফতি তানজীল আরেফিন আদনান, মাওলানা আশারফ মাহদী, রকিব মুহাম্মদ, জামিল সিদ্দিকী, উমারা হাবিব, কবি মহিম মাহফুজ, , এহতেশামুল হক সাখী, ইউসুফ পিয়াস, জাবির মাহমুদ হাবিব, মাসউদুর রহমান প্রমুখ।

এনএ/