আকাবিররা নেই; প্রজন্মের ঈমান রক্ষায় আমাদের দাঁড়াতে হবে : দেওবন্দ মুহতামিম
প্রকাশ: ০৯ জুলাই, ২০২৪, ০৮:২০ রাত
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

বিশ্বখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী বলেন, ‘আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আকাবিররা আজ বেঁচে নেই, মহান আল্লাহ তাদের রূপে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের জীবন উৎসর্গ করে হলেও নতুন প্রজন্মের ঈমান রক্ষায় দাঁড়াতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রজন্মকে ঈমান ও ইসলাম থেকে বঞ্চিত করে ধর্মত্যাগের পথে নিয়ে যাওয়ার পরিকল্পিত প্রচেষ্টা চলছে। তাছাড়া কিছু প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার মুসলিম উম্মাহর সন্তানদের শিক্ষার নামে ধর্ম থেকে মুরতাদ করার চেষ্টা করছে। শুধু অপচেষ্টাই নয়, জবরদস্তি করেও ঈমান ছিনিয়ে নিচ্ছে, যা অত্যন্ত অন্যায় ও নিন্দনীয় কাজ।’

আরও পড়ুন : হজরত মাদানী-হজরত থানভী আমাদের দুই চোখ : মুফতি মিজানুর রহমান সাঈদ

ভারতের নয়াদিল্লিতে ৪ জুলাই ২০২৪ মাওলানা মাহমুদ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত জমিয়তে উলামা হিন্দের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির গুরুত্বপূর্ণ সভায় তিনি এ কথা বলেন। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে জমিয়তে উলামা হিন্দের প্রায় দুই হাজার সদস্য এবং সেলিব্রিটিরা অংশ নেন।

মুফতি আবুল কাসেম নোমানী বলেন, ‘আজকের পরিস্থিতিতে শুধু আমাদের আকাবিরদের আত্মত্যাগের কথা উল্লেখ করে সন্তুষ্ট হওয়া যায় না। ভেবে দেখুন আমাদের আকাবিররা আজ বেঁচে থাকলে কী আবেগ নিয়ে মাঠে দাঁড়াতেন!’

তিনি জানান, ‘জমিয়তের কেন্দ্রীয় পরিষদের এই গুরুত্বপূর্ণ সভা এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সারাদেশ একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যা আমাদের ঈমান এবং আক্বিদার সাথে সম্পর্কিত।’

আরও পড়ুন : জমিয়তে ফিরতে চান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী

এসময় দেওবন্দ মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী নতুন প্রজন্মের ঈমান রক্ষায় তারুণ্যের মেধা-শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, ‘তারুণ্যের শক্তি এবং তাদের মেধাকে কাজে লাগিয়ে আজকে আমাদের প্রজন্মের ঈমান হেফাজত করতে হবে’। সূত্র : দেওবন্দ টাইমস

হাআমা/