উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো ছারছীনার পীরকে
প্রকাশ:
০২ জুলাই, ২০২৪, ১০:১৬ রাত
নিউজ ডেস্ক |
মুহাম্মদ নুর আলম : উন্নত চিকিৎসার জন্য এবার সিঙ্গাপুর নেওয়া হলো ছারছীনা দরবার শরিফের পীর আলহাজ শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহকে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। জানা যায়, গত ৯ মাস তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। গত শুক্রবার রোগবৃদ্ধি পেলে তাকে রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন বড় সাহেবজাদা মাওলানা শাহ হোসাইন। এদিকে ছারছীনা দরবার শরীফের পীর সাহেবের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে মুসল্লিরা। এছাড়াও জমিয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ ও ছারছীনা দরবার শরীফ পরিচালিত বিভিন্ন মাদরাসায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। হাআমা/ |