‘কুরবানী ও হজ’ গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশ: ১৪ জুন, ২০২৪, ০৬:১৯ বিকাল
নিউজ ডেস্ক

হজ ও কোরবানি বিষয়ক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় মাসআলাগুলো নিয়ে রচিত চমৎকার গ্রন্থ ‘কুরবানী ও হজ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকার হলরুমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে গ্রন্থটির লেখক ও সংকলক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীসহ আরো উপস্থিত ছিলেন ইতিহাস বিষয়ে গবেষক তরুণ আলেম মাওলানা ইমরান রাইহান, লেখক আবু মিদফা সাইফুল ইসলাম, মুফতি রায়হান আনওয়ার, মুফতি আবু তালহা, মুফতি যোবায়ের খান, মুফতি বখতিয়ার হুসাইন, মুফতি কামাল হুসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বইটি দেখেন এবং সময়োপযোগী এ কাজটির জন্য লেখককে ধন্যবাদ জানান। পাশাপাশি তার নেক হায়াত কামনা করেন তারা।

কেএল/