বৃষ্টিতে ভিজে জ্বর আসলে করণীয়
প্রকাশ:
৩০ মে, ২০২৪, ১২:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রিমাল আঘাত হেনেছে। যার প্রভাবে দেশজুড়েই বৈরী আবহাওয়া বিরাজ করছে। কিন্তু থেমে নেই নগর জীবন। এই আবহাওহাতে বৃষ্টি মাথায় নিয়েই কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। বৃষ্টিতে ভিজে অনেক সময় জ্বর আসে। বাড়িতে কারো জ্বর হলে যা করতে হবে, জেনে নিন— যদি জ্বর (১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি) অনুভূত হয়, সঙ্গে মাথাব্যথা, শরীরে ব্যথা, গলায় ব্যথা করে বা চোখ লাল থাকে, তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে ছাতা রাখুন। এনএ/ |