মান্ডা মাদরাসার ইসলাহি ইজতেমা শুক্রবার
প্রকাশ: ১৪ মে, ২০২৪, ০১:০৬ দুপুর
নিউজ ডেস্ক

রাজধানী ঢাকার মান্ডায় অবস্থিত জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসার মাসিক ইসলাহি ইজতেমা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার।

জানা যায়, আগামী শুক্রবার (১৭ মে) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া শারিফিয়া লালবাগের শাইখুল হাদিস মুফতি আরিফ বিন হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মান্ডা ছাতা মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি হামিদুর রহমান, আল্লামা নুর হুসাইন কাসেমী রহ. এর সাহেবজাদা মুফতি জাবের কাসেমী, মাদরাসার শাইখুল হাদিস আহমাদ আলী, মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাসুম মাহমুদী।

ওয়াজ করবেন আল আমিন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. আল আমিন, জামিয়া কারিমিয়া রামপুরার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আনোয়ার হুসাইন, গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুফতি মাহমুদ বিন হাবিব, মারকাজুজ শাইখ আরাশাদ মাদানীর মুহতামিম মাও. মুফতি ইমরানুল বারী সিরাজী, জামিয়া দারুল উলুম মতিঝিলের সহকারী নাযেমে তালীমাত মুফতি ইসহাক মাহমুদ রফিকী, মুগদা কবরস্থান জামে মসজিদের খতিব মাও. ওমায়ের হুসাইন, বাইতুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাও. মুফতি শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করবেন মুগদা থানা ইমাম উলামা পরিষদের সভাপতি মাও. তোফাজ্জল হুসাইন।

এদিকে আলেম ওলামা ও স্থানীয় জনগণকে উপস্থিত হয়ে মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি জুবায়ের আহমদ।

এনএ/