হে প্রিয় তুমি কতদূর
প্রকাশ: ১২ মে, ২০২৪, ০৬:৪৪ বিকাল
নিউজ ডেস্ক

তোমার পরম আশ্বাসে
পঙ্কিল পথ থেকে পৃথক হয়ে দাঁড়ালাম স্বচ্ছ সুন্দর আলোর ফোয়ারায়।
তোমার জন্য‌ই অচলায়তন ভেঙে পা বাড়ালাম এক- আকাশ সিঁড়িতে।

পেছনে পড়ে রইলো
বিক্ষিপ্ত প্রাসাদের পলেস্তারা আর দিঘল দীর্ঘশ্বাস।

আঁধারের চাঁদোয়া ছিঁড়ে
বয়ে যায় জোসনার স্রোত।

প্রবল উচ্ছ্বাসে কাঁপে
কলবের নূর,

তোমাকে পাওয়ার তামান্না আমার;
হে প্রিয় তুমি কতদূর?

লেখক: নাজমুল হুদা মজনু
কলামিষ্ট ও সাংবাদিক

এনএ/