টমটমের সিরিয়াল নিয়ে গ্রাম্য দাঙ্গায় নিহত ৩ জনের দাফন সম্পন্ন
প্রকাশ: ১০ মে, ২০২৪, ১০:০০ রাত
নিউজ ডেস্ক

আবদুর রউফ আশরাফ (বানিয়াচং প্রতিনিধি) :

বানিয়াচংয়ে টমটমের সিরিয়ালকে কেন্দ্র করে গ্রাম্য দাঙ্গায় নিহত ৩ জনের দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (১০ মে) বিকালে ১৩ নং মন্দরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে এলাকার কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং- আজমিরীগঞ্জ)আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক সাংসদ ও হবিগঞ্জ জজ কোর্টের  পিপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন খান,  বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হকসহ এলাকার লোকজন।

তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, টমটমের সিরিয়ালকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরি ইউনিয়নের আগুয়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে  ৩ জন নিহত হন।

নিহতরা হলেন-আগুয়া গ্রামের শুকুর মিয়ার পুত্র আব্দুল কাদির (২৫), বজলু মিয়ার পুত্র সিরাজ মিয়া (৫০) ও আলীরাজ মিয়ার পুত্র লিলু মিয়া (৪০)। এ ঘটনায় আহত হন উভয়পক্ষের প্রায় শতাধিক লোক।

হাআমা/