ইরানে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় লাইব্রেরি
প্রকাশ: ০৯ মে, ২০২৪, ০৮:০৮ রাত
নিউজ ডেস্ক

ইরানে চালু হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় লাইব্রেরি। ইরানের সংস্কৃতি ও ইসলামিক গাইডেন্স বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি বলেছেন, ইরানের আরাক শহরে বৃহত্তম এই লাইব্রেরি উদ্বোধন করা হবে।

৩৫তম তেহরান আন্তর্জাতিক বই মেলার (টিআইবিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বইমেলার সভাপতি ইয়াসির আহমাদভান্দ বলেন, "বইমেলার ভার্চুয়াল ও ফিজিক্যাল অংশে মোট দুই হাজার ৭ শত জন প্রকাশক রয়েছে।

এছাড়াও,  এবারের মেলায় ১০০ জন বিদেশী প্রকাশক স্টল প্রদর্শিত হবে।

আহমদভান্দ জানান, ‘বই প্রদর্শনীটি দেড় লক্ষ বর্গ মিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হচ্ছে।

মেহর নিউজ থেকে অনুবাদ: হাসান আল মাহমুদ

হাআমা/