মে দিবসের গান : মুনীরুল ইসলাম
প্রকাশ: ০১ মে, ২০২৪, ০৮:৫০ রাত
নিউজ ডেস্ক

থাকতে সময় ঘামঝরাদের পাওনা হিসাব করো
মনিব-শ্রমিক ভাইয়ের মতো ভালোবাসা গড়ো।
.
যাদের ঘামে আজকে তোমার বিলাসবহুল বাড়ি
প্রিয়তমা বউয়ের গায়ে লক্ষ টাকার শাড়ি
মনের সুখে মাইক্রো হেঁকে এদিক-সেদিক ছোটো
দাম্ভিকতার লিফটে চড়ে পঁচিশ তলায় ওঠো
ওদের জন্য আজকে তুমি হলে এত বড়...
.
যাদের ঘামে হাসি-খুশি তোমার গালিব-দিতি
তোমার মাথায় গোয়ার্তুমি খামখেয়ালি নীতি
শিল্পপতির নাম কামিয়ে খুলছো তালা-চাবি 
সেই শ্রমিকই পায় না কেন তাদের ন্যায্য দাবি?
কলের চাকায় পিষ্ট ওরা কাঁপছে থরোথরো...
.
ওরা যখন উঠবে জেগে ঘটবে নতুন হাল
মনের ক্ষোভে ছিঁড়বে ওরা তোমার সুখের পাল
শাবল মেরে খুলে নেবে রঙপ্রাসাদের ইট
ক্ষুধার জ্বালায় খাবলে খাবে তোমার বসত-ভিট
ওদের জন্য একলা বসে খুশির কুরআন পড়ো...
.
বেচে দেবে তোমার বউয়ের লক্ষ টাকার শাড়ি
ঘৃণার দাগে ভচকে দেবে সখের দামি গাড়ি
ভাঙবে তোমার দাম্ভিকতা খামখেয়ালি নীতি
ঝাল মিটিয়ে ওরা তখন গাইবে সুখের গীতি
মানবতার কোরাস গেয়ে আলোয় জগৎ ভরো...

হাআমা/