বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’ আদায়
প্রকাশ:
২৪ এপ্রিল, ২০২৪, ০৭:৩৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
সাকলাইন আবির: বৃষ্টি প্রার্থনায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’ আদায় করা হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল ২০২৪) সকাল সাড়ে ৭টায় মাদরাসাটির সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুল কাইয়ুম-এর ইমামতিতে বৃষ্টি কামনায় এই বিশেষ সালাত আদায় কর হয়। মাদরাসাটির শিক্ষক মুহাম্মাদ দিলাওয়ার হুসাইন আওয়ার ইসলামকে জানান, ‘আমাদের মুফতি (মুফতি মনসুরুল হক) সাহেবের নির্দেশে এই সালাত আদায় করা হয়। এতে প্রায় ৪ হাজার মুসল্লি অংশগ্রহণ করে’। তিনি বলেন, ‘মাদরাসার শিক্ষকগণের উপস্থিতিতে আমাদের জামিয়া রাহমানিয়া ও জামিয়াতুল আবরার দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী এই সালাতে অংশ নেয়। হাআমা/ |