সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু
প্রকাশ:
২৪ এপ্রিল, ২০২৪, ০৫:২৭ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
অন্য বছর আবহাওয়ার কিছুটা তারতম্য লক্ষ্য করা গেলেও এবার এপ্রিলের শুরু থেকে তাপমাত্রা বেড়েই চলেছে এখানে। তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে দুপুরের পর সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে গরমের তাপমাত্রা সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। জামিল হোসেন শহরের নতুন বাবুপাড়ার তিল খাজা রোডের বাসিন্দা বলে জানা যায়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক আফরোজা বেগম সুমি বিষয়টি নিশ্চিত করেন। সৈয়দপুরে এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। টিএইচএ/ |