এক যুগ ধরে ইফতার-ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছে উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার
প্রকাশ:
১০ এপ্রিল, ২০২৪, ০৪:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত উজানী গ্রামের একটি সামাজিক সংগঠন "উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার"। প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ভাবধারায় সমাজ গঠনের লক্ষ্যে এ পাঠাগার সৃজনশীল নানারকম কাজ করে যাচ্ছে। বিশেষত এক যুগেরও বেশি সময় ধরে প্রতি ঈদে সমাজের সুবিধাবঞ্চিত অসহায়, বিধবা ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে যাচ্ছে পাঠাগারটি। সে ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পাঠাগার পরিচালনার অন্যতম সদস্য মুফতী তানযিল হাছান আওয়ার ইসলামকে জানান, ২০১১ সালের দিকে উজানী গ্রামের আমরা কয়েকজন- মাদরাসা ও স্কুলের তরুণ শিক্ষার্থী মিলে একটি পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করি। সেমতে দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান- উজানী মাদরাসার স্বনামধন্য প্রধান মুফতী ও সিনিয়র মুহাদ্দিস, হযরত মাওলানা মুফতী নোমান ইবনে মদীনা হুজুরের বরকতময় দোয়ার মাধ্যমে ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি পাঠাগারটি প্রতিষ্ঠা লাভ করে। তিনি আরও বলেন, আমাদের সামাজিক সংগঠন "উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার" প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ভাবধারায় সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইসলামী সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে সমৃদ্ধ পাঠাগার, সুবিন্যস্ত বুকসেলফ ও পরিপাটি আলাদা পাঠকক্ষের ব্যবস্থা করা হয়েছে। প্রতি ঈদে সমাজের সুবিধাবঞ্চিত অসহায়, বিধবা ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ হাদিয়া পৌঁছানোর ব্যবস্থা করা হয়। মাহফিল, তারবিয়াতি মজমা, বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতা ও সমাজসেবামূলক নানা আয়োজনের মাধ্যমে দ্বীন সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। উজানী ইসলামি সমাজ কল্যাণ পাঠাগার সভাপতি মাওলানা জাফর আহমদ বলেন, ‘ধারাবাহিক ১ যুগেরও বেশি সময় ধরে আমরা মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছি আলহামদুলিল্লাহ। এরই অংশ হিসেবে এ বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ হাদিয়া বিতরণ করা হয ‘। হাআমা/ |