রাজধানীর মালিবাগে রেস্তোরাঁয় আগুন, দগ্ধ ৪ কর্মী
প্রকাশ: ২০ মার্চ, ২০২৪, ১০:২৬ রাত
নিউজ ডেস্ক

রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল নামক একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রেস্তোরাঁর অন্তত চারজন কর্মী দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধরা হলেন, সবুজ (২৪), মো. মারুফ (১৬), মো. জুলহাস (১৮) ও আব্দুল হান্নান (৪০)।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে সবুজের শরীরের ২৭ শতাংশ, মারুফের ১৮ শতাংশ ও জুলহাসের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। তারা বর্তমানে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, সন্ধ্যায় মালিবাগ থেকে হান্নান নামে একজনকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

এনএ/