গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ’য় ভর্তি শুরু
প্রকাশ: ১৪ মার্চ, ২০২৪, ১০:৪১ রাত
নিউজ ডেস্ক

রাজধানীর ঢাকার গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ’য় এক বছর মেয়াদি ইফতা বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ৮ শাওয়াল থেকে এ বছর সীমিত কোটায় ভর্তি নেবে প্রতিষ্ঠানটি। ইফতা বিভাগে দরস প্রদান করবেন দারুল উলুম দেওবন্দ, মাকাযুদ দাওয়াহ, আকবার কমপ্লেক্স, জামিয়া হাকিমুল উম্মত ও মালিবাগ মাদরাসার একঝাক ফারেগ মুমতাজ মুতাখাসসিস।

যাদের মধ্যে রয়েছেন-

মুফতি আব্দুল আউয়াল
ইফাত- আকবার কমপ্লেক্স
আদব- আলমারকাজুল ইসলামী

মুফতী মুহাম্মদ এনামুল হাসান
ইফতা- মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া

মুফতী রিফাত হুসাইন
ইফতা- জামেয়া হাকিমুল উম্মত
আদব- মারকাযুল লুগাতিল আরাবিয়্যা বাংলাদেশ।

মুহাযারা পেশ করবেন-

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বহু গ্রন্থপ্রণেতা
মুফতি আব্দুল্লাহ মাসূম
সহকারী সিনিয়র মুফতি, জামিয়া শারইয়্যা মালিবাগ ঢাকা
প্রতিষ্ঠাতা- আইএফএ কনসালটেন্সি

তরুণ মেধাবী আলেমেদ্বীন
মুফতি ইমদাদুল্লাহ
মুশরিফ, জামেয়া হাকিমুল উম্মত
ইফতা-মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া

ঠিকানা: হৃদয় কটেজ, ক-৩৬/১, শাহ্জাদপুর, দক্ষিণ পাড়া, গুলশান, ঢাকা-১২১২ ভবন: ০৩ (সুভাস্তু নজর ভ্যালী শপিং মল এর বিপরীত পাশে)

সার্বিক যেগাযোগ: 01710037151, 01988213905, 01948844537

কেএল/