ইফতা, আদব, মাদানী নেসাব- ১ম ও ২য় বর্ষে ভর্তি চলছে
প্রকাশ:
১৩ মার্চ, ২০২৪, ০২:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জামিয়া শায়খ জামিল আহমদ রহ. ঢাকা (শায়খ জামিল মাদরাসা) নির্দেশনায়- দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস ও আশরাফুল হেদায়ার মুসান্নিফ আল্লামা জামিল আহমদ রহ. এর নামে প্রতিষ্ঠিত ‘জামিয়া শায়খ জামিল আহমাদ ঢাকা’ মাদরাসা। প্রতিষ্ঠা করেছেন মাওলানা জামিল আহমাদ রহমাতুল্লাহ আলাইহির স্নেহভাজন ও খাস শাগরেদ ও উত্তর-পূর্ব ভারতের আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান রহ. এর খলীফা বিশিষ্ট দায়ী ও গবেষক মুফতি আবুল কাসেম মুহাম্মদ তাজুল ইসলাম। উপদেষ্টা পরিষদ- মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে দারুল উলুম দেওবন্দের সকল নিয়ম-নীতি মেনে ও দারুল উলুম দেওবন্দের উস্তদাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বিশেষত দেওবন্দের উস্তাদুত তাফসীর মাওলানা নাসীম বারাবানকী, দেওবন্দের সাবেক নাজিমে তালীমাত মুফতী ইউসুফ তাওলভী, দেওবন্দের খতমে নবুওয়াত বিভাগের জিম্মাদরা মাওলানা শাহ আলম গৌরখপুরী, ভারতের ফকীহুল আসর মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। উত্তর -পূর্ব ভারতের আমিরে শরিয়ত আল্লামা ইউসুফ আলী, ও মাওলানা আতাউর রহমান আসাম ভারত । জ্ঞাতব্য- জামিয়া শায়খ জামিল আহমাদ রহ. ঢাকায় (শায়খ জামিল মাদরাসা) এ পর্যন্ত দেওবন্দসহ বিশ্বের অনেক খ্যাতিমান আলেম ওলামা তাশরীফ এনে প্রতিষ্ঠান অলংকৃত করেছেন বলে জানিয়েছেন মাদরাসা পরিচালক মুফতি আবুল কাসেম মুহাম্মদ তাজুল ইসলাম। মাদরাসাটি প্রতিষ্ঠা করার পর থেকেই দেশব্যাপী কওমী অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে। *যেসব বিভাগে ভর্তি ১লা রমজান থেকে। আদব বিভাগ *৫ ই শাওয়াল থেকে যে সব বিভাগে ভর্তি চলবে। এককালীন যা দিতে হবে- মাসিক প্রদেয়- বি. দ্র. এতিম,গরিব, অসহায়, দরিদ্রও যাকাত খাওয়ারযোগ্য হলে খাবারের টাকা কমানো হয়। মাদরাসার বৈশিষ্ট্য: বিশেষ দ্রষ্টব্য- ১. মেশকাত জামাতের সনদপত্র, নম্বরপত্র ও দাওরায়ে হাদীসের ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র। বিনীত- তথ্য জানতে :01616919780 মাদরাসার ফেইসবুক পেইজ: https://www.facebook.com/jamiashaikhjamlahmd/ যাতায়াত: ঢাকার যে কোন স্থান থেকে মিরপুর-১০/১১/১৩/কালশী এসে রিক্সা যোগে পলাশনগর বেলতলা। কেএল/ |