গুগলে পিডিএফ ফাইল অনুবাদ করবেন যেভাবে
প্রকাশ: ০৯ মার্চ, ২০২৪, ০২:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

গুগল ট্রান্সলেট সুবিধা ব্যবহার করে এক ভাষার শব্দ বা বাক্য অন্য ভাষায় অনুবাদ করা যায়। এ জন্য বাড়তি কোনো কষ্টও করতে হয় না। টেক্সট বক্সের ঘরে শব্দ বা বাক্য লিখে প্রয়োজনীয় ভাষা নির্বাচন করলেই সে ভাষায় বাক্যটি অনুবাদ করে দেয় গুগল ট্রান্সলেট। কিন্তু অনেক সময় পিডিএফ ফাইলের লেখাও অনুবাদ করার প্রয়োজন হয়।

তখন পিডিএফ ফাইলে থাকা লেখাগুলো টেক্সট বক্সের ঘরে লিখে অনুবাদ করতে গেলে বেশ সময় লাগে। তবে গুগল ট্রান্সলেট ব্যবহার করে চাইলেই সরাসরি পিডিএফ ফাইলে থাকা লেখা অনুবাদ করা যায়।
যেভাবে করবেন:

> পিডিএফ ফাইল অনুবাদের জন্য প্রথমে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করে ওপরে থাকা ‘ডকুমেন্টস’ অপশনে ক্লিক করতে হবে।

> এরপর কোন ভাষার লেখা কোন ভাষায় অনুবাদ করতে হবে, তা নির্ধারণ করতে হবে।

> এবার ‘ব্রাউজ ইউর ফাইলস’ অপশনে ক্লিক করে কম্পিউটারে থাকা পিডিএফ ফাইল আপলোড করে ‘ট্রান্সলেট’ বাটনে ক্লিক করতে হবে।

> এরপর ‘ডাউনলোড ট্রান্সলেশন’ বাটনে ক্লিক করলেই অনুবাদ করা লেখা পিডিএফ ফাইল আকারে কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে।

এনএ/