দিল্লিতে নামাজরত মুসল্লিদের লাথি, পুলিশ কর্মকর্তাকে গণধোলাই
প্রকাশ: ০৮ মার্চ, ২০২৪, ০৭:০৩ বিকাল
নিউজ ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে রাস্তায় জুমার নামাজ পড়ার সময় কয়েকজন মুসল্লিকে লাথি ও ধাক্কা মারার দায়ে পুলিশের এক কর্মকর্তাকে রখাস্ত করা হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। 

জানা গেছে, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর মুসল্লিরা রাস্তায় নামাজ আদায় করেন। তখনই তাদের ওপর চড়াও হন পুলিশের ওই কর্মকর্তা। 

৩৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, দিল্লির ইন্দ্রলোক এলাকায় রাস্তায় নামাজে সিজদাহরত মুসল্লিদের লাথি মেরে উঠিয়ে দেয়ার চেষ্টা করছেন ওই পুলিশ কর্মকর্তা। এরপর একসঙ্গে কয়েকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বসে থাকা আরেক মুসল্লির মুখে ধাক্কা দেওয়ার পর কয়েকজন মুসল্লি ক্ষিপ্ত হয়ে যান।

তখন তারা ওই পুলিশ কর্মকর্তাকে গণধোলাই দেন। এরপর তিনি দৌড় দিলে অন্যরাও দৌড়ে তাকে তাড়া করেন।

দিল্লি উত্তর পুলিশের উপকমিশনার এমকে মিনা বার্তাসংস্থা পিটিআইকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে বলে জানান। 

নামাজিদের হেনস্তা করার কারণে পরবর্তীতে মুসল্লিরা সড়ক অবরোধ করেন এবং অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সূত্র: এনডিটিভি

এনএ/