ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের
প্রকাশ: ০৩ মার্চ, ২০২৪, ১১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের 
পিআইজের সশস্ত্র শাখা কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা

ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে  ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সশস্ত্র শাখা কুদস ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া।

যেসব দেশের কাছে ‘সেনাবাহিনী, বিমান ও কামান রয়েছে’ কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেনি তাদের উদ্দেশে তিনি বলেন, ইয়েমেন, লেবানন ও ইরাকের মুক্ত জনগণের পদাঙ্ক অনুসরণ করে আপনাদের কি অস্ত্র সংগ্রহ করার সময় আসেনি? 

আবু হামজা আরব ও মুসলিম দেশগুলোকে রমজানের প্রথম দিনটিকে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থনের দিন হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যেমন প্রার্থনা ও রোজা নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন কর, তেমনি অস্ত্র নিয়ে ইসরায়েলের ভূমির দিকে গমন করো।’ 

এনএ/