সাত মাসে কুরআনের হাফেজ হলেন তামিম আহমেদ
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৯:৩৫ রাত
নিউজ ডেস্ক

আলী জুবায়ের খান
ময়মনসিংহ। 

মাত্র সাত মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে ময়মনসিংহের মো: তামিম আহমেদ। সে ময়মনসিংহের সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কুরআন নিকেতন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ) মাদরাসার পরিচালক  হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ সুবহানী এ তথ্য জানান।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ সুবহানী বলেন, সাধারণত কুরআন হিফজ শেষ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে আমাদের শিক্ষার্থী তামিম মাত্র সাত মাসে পুরো কুরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে।

আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্বীনি ইলম অর্জন করে ইসলামের সেবা করার তাওফিক দেন।

তামিমের  বাবা মোহাম্মদ আসাদুল মিয়া জানান, তামিম খুবই অল্প সময়ে কুরআন হিফজ সম্পন্ন করেছে। বাবা হিসেবে আমি মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষকদের কে ধন্যবাদ জানাই।

হাফেজ তামিম আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার শান্তিগন্জ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ আসাদুল মিয়া এবং মায়ের নাম চুমকি আক্তার। সে ময়মনসিংহের কুরআন নিকেতন মাদরাসার শিক্ষার্থী।

এনএ/