২২ ফেব্রুয়ারি হাইআতুল উলয়ার পরীক্ষা
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

নাবিল মামদুহ: ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে কওমি মাদরাসাসমূহের বিগত শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হয়ে ৩ মার্চ (রবিবার) পর্যন্ত পরীক্ষা চলবে।

রুটিন অনুযায়ী প্রতিদিন সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.৩০ (সাড়ে বারোটা) এবং শুক্রবার সকাল ৮ টা হতে ১১.৩০ টা (৩.৩০ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষানিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত প্রকাশিত রুটিন থেকে জানা যায়-

  • ১১ শা'বান ১৪৪৫ হিজরী মোতাবেক ২২ ফেব্রুয়ারী ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার হতে পরীক্ষা আরম্ভ হবে। (ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে)।
  • পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
  • কিরাআত (মৌখিক) পরীক্ষা নেগরানে আ'লার দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে।
  • কিরাআতের নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবে না। সনদ পাওয়ার জন্য কিরাআত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত।

উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি শুক্রবার (মুতাবিক ১২ শা’বান) পরীক্ষা বন্ধ থাকবে। পক্ষান্তরে ৫ মার্চ তারিখে ১১ শাবান হলে ৯ মার্চ বৃহস্পতিবার (মুতাবিক ১৫ শা‘বান) এবং ১০ মার্চ শুক্রবার (মুতাবিক ১৬ শা‘বান) পরীক্ষা বন্ধ থাকবে।

হাআমা/