পরীক্ষার হলে প্রবেশের আগে যে ১০ বিষয় অবশ্যই মনে রাখতে হবে
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:১৫ বিকাল
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

রাত পোহলেই দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হতে যাচ্ছে। 

জানা যায়, আগামীকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এ পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে মাদরাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের  শিক্ষার্থীরা। এই পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। তবে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার শুধু ফযিলতের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা সাড়ে ১১টায়।

ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং কেন্দ্রে পৌঁছেছেন বোর্ড কর্তৃক নির্ধারিত পরীক্ষকগণ। আগামীকাল ৯টার আগেই পরীক্ষার হলে প্রবেশ করবে পরীক্ষার্থীরা। পরীক্ষার প্রস্তুতির চূড়ান্ত এই মুহূর্তে আসুন জেনে নেয়া যাক পরীক্ষার হলে যাওয়ার আগে কী কী করণীয় থাকতে পারে একজন পরীক্ষার্থীর- 

    পরীক্ষার আগের দিন বেশি রাত না জেগে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করো। তাহলে ফজরের নামাজ পড়ে চোখে ঘুম ভাব থাকবে না। 

    কোন দিন কোন বিষয়ের পরীক্ষা এবং কয়টা থেকে শুরু, তা দেখে নিতে অবশ্যই ভোলা যাবে না।

    পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ঠিকমতো নাশতা করবে। তবে ভারি খাবার না খাওয়াই ভালো। 

    বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই প্রবেশপত্র, কলম প্রয়োজনীয় সব নিয়েছো কি না দেখে নেবে।

    পরীক্ষার হল দূরে হলে—হাতে সময় নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে বের হবে। প্রয়োজনে আগে থেকে কোনো প্রাইভেট যানবাহন ঠিক করে রাখবে। টাকা খরচ হলেও সময় বাঁচবে। স্বস্তি নিশ্চয়তা ও নিরাপত্তার ব্যাপার তো আছেই।

    পরীক্ষার নির্দিষ্ট সময়ের কমপক্ষে ১৫/২০ পূর্বেই হলে পৌঁছার সর্বাত্মক চেষ্টা করবে। 

    হলে প্রবেশের অন্তত ৩০ মিনিট পূর্বে পড়া-লেখা ও মুজাকারা বন্ধ করবে। 

    নাস্তা ও অযু-ইস্তেঞ্জা সেরে দু-চার রাকাত সালাতুল হাজাত পড়বে। 

    নামায শেষে যে কিতাবের পরীক্ষা, তার লেখক, শরাহকার ও উস্তাদের জন্যে অতি সংক্ষেপে দোয়া করবে। 

    এরপর দুরুদ শরীফ পড়তে পড়তে পরীক্ষার হলে প্রবেশ করবে। কোনো ধরনের মানসিক পেরেশানি মাথায় রাখা যাবে না।

কেএল/