মাদরাসাতুল মা’আরেফ ঢাকার উদ্যোগে ১৫ দিন ব্যাপী নাহু-সরফ ও হাতের লেখার কোর্স
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩৪ দুপুর
নিউজ ডেস্ক

|| আদিয়াত হাসান ||

আদর্শ ও যোগ্য ছাত্র গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত, আল-নূর কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত মাদরাসাতুল মা’আরেফ ঢাকার উদ্যোগে ১৫ দিন ব্যাপী নাহু-সরফ ও হাতের লেখার কোর্স শুরু হচ্ছে।

জানা যায় ১ রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত চলবে এই কোর্স। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ (দুই হাজার) টাকা। কোর্সে নাহবেমির থেকে উপরের যেকোনো ছাত্র ভর্তি হতে পারবে।

কোর্সের বৈশিষ্ট-

  • ফেনী জামিয়া রশীদিয়ার অনুকরণে নাহু-সরফের বিশেষ অনুশীলন
  • ইজরার মাধ্যমে বিশুদ্ধ উচ্চারণে নির্ভুল ইবারত পড়ার প্রশিক্ষণ
  • কুরআনের ইজরা
  • আরবী লেখালেখির কলাকৌশল
  • ইমলা ও আরবী বিশুদ্ধ বানানরীতি অনুশীলন
  • আরবীতে চিঠি-দরখাস্ত লেখার অনুশীলন
  • সরল অনুবাদ (আরবী ও বাংলা)
  • আল মাআরিফের অনুকরণে আরবী ও বাংলা হাতের লেখা সুন্দর করণ।

এ ছাড়াও থাকছে সার্বক্ষণিক ইসতেফাদা করার বিশেষ সুযোগ!

পরিচালনা ও তত্ত্বাবধানে: মাওলানা সাইফুল ইসলাম মা’আরেফী

দরস প্রদানে: মা’আরিফের উস্তাদবৃন্দ

যাতায়াত: তামীরুল মিল্লাত মহিল মাদরাসা রোড, বসত বাড়ি সংলগ্ন ১নং চান্দিনা গার্ডেন এর উত্তর দিকে। নিউ টাউন দক্ষিণ মাতুয়াইল, ডেমরা, ঢাকা ।

যোগাযোগ: ০১৯১৮-৬৭ ১৭ ৫৬, ০১৭৬০-৭৪ ৬৬ ৫২, ০১৬০১-৭৮ ৭৬ ৬৭, ০১৮৫২-০৭ ৪৭ ৩৭

কেএল/