হাফেজ বশির আহমাদের বিশ্বজয়ের অপেক্ষায় বাংলাদেশ
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৩ দুপুর
নিউজ ডেস্ক

|| কাউসার লাবীব ||

আলজেরিয়ায় চলমান আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী হাফেজ বশির আহমাদ। তার বিশ্বজয়ের অপেক্ষায় এখন বাংলাদেশ।

মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী জানান, আমরা আপনাদের দোয়ার প্রত্যাশী। হাফেজ বশির আহমাদ প্রথম ও দ্বিতীয় রাউন্ড ইতোমধ্যেই শেষ করেছে। তার পারফর্ম ভালো ছিল। আগামীকাল বা পরশু রেজাল্ট দিবে। আশা করি বাংলাদেশ আরেকজন বিশ্বজয়ী হাফেজ দেখতে পাবে। ইনশাআল্লাহ।

তিনি জানান, হাফেজ বশির আহমাদ খুবই মেধাবী। সে গৌরবের সঙ্গে আমাদের প্রতিষ্ঠানে অধ্যায়ন করছে। এর আগেও সে এনটিভিতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে।

তিনি আরো জানান, এর আগেও আমাদের শিক্ষার্থী হাফেজ মহিউদ্দীন আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষার্থীদের প্রতিভাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে।

কেএল/