চাঁদপুর শাহরাস্তির বেলায়েতনগরে শুরু হলো ৩ দিন ব্যাপী নূরানী সম্মেলন
প্রকাশ:
০৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২১ দুপুর
নিউজ ডেস্ক |
বেলায়েতনগর নূরানী তা'লীমুল কুরআন হিফজ মাদরাসা নূরানী প্রশিক্ষণ কেন্দ্র ও এলাকাবাসীর উদ্যোগে ৩ দিন ব্যাপী নূরানী সম্মেলন শুরু হয়েছে। শনি, রবি ও সোমবার (৩,৪,৫ ফেব্রুয়ারি) চাঁদপুর শাহরাস্তির বেলায়েতনগর নূরানী মদরাসা প্রশিক্ষণ কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রথম দিন উপস্থিত থাকবেন আল্লামা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আশেক এলাহী পীর সাহেব উজানী, মুফতী রিজওয়ান রফিকী। সভাপতি হিসেবে থাকবেন মাওলানা ইসহাক মামুন। দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন মাওলানা আবুল কাশেম, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আবু মুরতাজা মুহাঃ ফয়জুল্লাহ। সভাপতি হিসেবে থাকবেন মাওলানা কালিম উল্লাহ জামিল হুসাইন। তৃতীয় দিন উপস্থিত থাকবেন মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হুমায়ুন আইয়ুব। সভাপতি হিসেবে থাকবেন মাওলানা মাসীহ উল্লাহ মাদানী। উক্ত মাহফিলে আরও বহু উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। বি.দ্র. আরজগুজার- মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন কেএল/ |