‘সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ’ গঠিত
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৩৭ রাত
নিউজ ডেস্ক

মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদকে আহ্বায়ক ও মাওলানা মুহিউদ্দিন রব্বানীকে সদস্য সচিব করে গঠিত হয়েছে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ।

জানা যায়, পঞ্চগড়ে কাদিয়ানীদের আসন্ন সালানা জলসা ও দেশব্যাপী তাদের অপতৎপরতা বন্ধের দাবিতে এবং রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের লক্ষ্যে খতমে নবুওয়তের ৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছে এই পরিষদ।

মুফতী শুয়াইব ইবরাহীম এর আহ্বানে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর আমীর মধুপুরের পীর হযরত মাওলানা আব্দুল হামিদ।

সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ সদস্য সচিব মনোনীত করা হয় আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়তের সেক্রেটারি মাওলানা মুহিউদ্দিন রাব্বানীকে।

বৈঠকে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট, খতমে নবুওয়ত আন্দোলন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি গাজীপুর, তাহাফ্ফুজে খতমে নবুওয়ত আন্দোলন, ইসলামিক কালচারাল ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া তাহরীকে খতমে নবুওয়ত এর প্রতিনিধি ভারচুয়ালি অংশ গ্রহণ করে একাত্মতা পোষণ করেন।

কেএল/