রাত পোহালেই কওমি ইয়ুথ ক্লাবের তরুণ প্রজন্ম সম্মেলন
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:১৩ রাত
নিউজ ডেস্ক

|| নুর আলম সিদ্দিকী ||

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। রাত পোহালেই  দক্ষ জনশক্তি তৈরির অনলাইন ভিত্তিক প্লাটফর্ম কওমি  ইয়ুথ ক্লাবের জাতীয় কওমি তরুণ প্রজন্ম সম্মেলন ২০২৪।

সম্মেলন ঘিরে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংগঠনটি। সম্মেলন উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে সংগঠনটির সদস্যদের মাঝে।

জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার ( ১ ফেব্রুয়ারি ) ইজতেমা মাঠ সংলগ্ন টঙ্গীর ফ্রেন্ড থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ  সম্মেলনের আয়োজন করা হবে। সকাল  ১০ টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

উপস্থিত থাকবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, উদ্যোক্তা, ব্যবসায়ী,  সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবীসহ জ্ঞানী-গুনি ব্যক্তিগণ।

উল্লেখ্য, সংগঠনটি তার উদ্দেশ্য বাস্তবায়নে বেসিক কম্পিউটার কোর্স, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স, এরাবিক ক্যালিগ্রাফি কোর্স, ইংলিশ স্পোকেন কোর্স, ভূমি জরিপ কোর্স, নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স ও সুন্দর হস্তলিপি কোর্সসহ প্রায় নয়টি ফ্রি কোর্স চালু করেছে। যার অধীনে ছয় হাজারের অধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়েছে।

 পাশাপাশি খেদমতে খালক হিসেবে সিলেট বানভাসিদের ত্রাণ সহযোগীতা, অসহায়-দুস্থদের সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও বিনামূল্যে রক্তদানের জন্য গঠন করা হয় আশ-শিফা ব্লাড ব্যাংক, যার কার্যক্রম চলমান রয়েছে।

এনএ/