লক্ষ্মীপুরে আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়াহ সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ:
২৮ জানুয়ারী, ২০২৪, ০৮:২১ রাত
নিউজ ডেস্ক |
হাবিব মুহাম্মাদ লক্ষ্মীপুরে আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে দাওয়াহ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) বিকালে রায়পুর কেরুয়ায় অবস্থিত আল মাদরাসা ইসলাহুল উম্মায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতি হারুন ইযহার। এসময় তিনি মুসলিম এবং অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়ার কৌশল ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, মুসলিমদের মাঝে সরাসরি সংঘর্ষ সৃষ্টি করা যাবেনা। আমরা সবাই ভাই ভাই। তবে তাদেরকে কৌশলে ইসলামের ছায়াতলে আনতে হবে। তিনি আরো বলেন একটি আদর্শ রাস্ট্র প্রতিষ্ঠা করতে হলে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামরিক বাহিনী সহ এই চার শ্রেণীর মানুষকে বিশেষভাবে ইসলামের দাওয়াত দিতে হবে। উপস্থিত ছিলেন আল মাদরাসা ইসলাহুল উম্মাহর মুহতামিম মাওলানা নূরুল আমিন কাসেমী। আলোর দিশারি ফাউন্ডেশনের পরিচালক মুফতি আরাফাত, সহকারী পরিচালক মাওলানা ইউসূফ আনোয়ারী, সাধারণ সম্পাদক মাওলানা মেসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম আমির জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাঈল, অর্থ সম্পাদক মাওলানা কাউসার সহ বিভিন্ন কলেজ ভার্সিটির শিক্ষাার্থীবৃন্দ, মসজিদ মাদরাসার দায়িত্বশীলগণ । এনএ/ |