বাবুনগর মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুস সালামের ইন্তেকাল
প্রকাশ:
২৪ জানুয়ারী, ২০২৪, ০৪:০২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নুরুল কবির আরমান মঙ্গলবার (২৩জানুয়ারি) রাত ১০টায় মহান আল্লাহর ডাকে সাড়া দেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি জামিয়া বাবুনগর মাদরাসা থেকে ফারেগ হওয়ার পর থেকে অমৃত্যু বাবুনগর মাদরাসায় দ্বীনি খেদমত করেছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ার পর থেকে সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভিড় জমায়। আজ (২৪জানুয়ারি )বুধবার বিকাল ৩ টায় ফটিকছড়ি রাঙ্গামাটিয়া মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে মাওলানা আব্দুল সালাম রাহ. এর ইন্তেকালের জামিয়া বাবুনগরের পরিচালক আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবার পরিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এনএ/ |