কুর্দিস্তানে ড্রোন হামলা মার্কিন সামরিক ঘাঁটিতে
প্রকাশ:
২০ জানুয়ারী, ২০২৪, ১২:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। তবে এরবিলের মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে তাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সূত্র : পার্সটুডে। এনএ/ |