রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ক্ষতি ১.৩৮ কোটি টাকা
প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৪, ১০:০৮ রাত
নিউজ ডেস্ক

গত বছরের ২৮ অক্টোবর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত সারা দেশে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) আর্থিক ক্ষতির পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৭৬০ টাকা।

এক মাস ১০ দিনে ১৭টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১০টি বাসে অগ্নিসংযোগ, ৫টি বাস ভাঙচুর, মতিঝিল ও মিরপুরে দুটি বাস ডিপোতে হামলার পর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, এসব ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫টি মামলা হয়েছে। মতিঝিল, জোয়ারসাহারা, রংপুর, নরসিংদী, মিরপুর, খুলনা, কল্যাণপুর, মোহাম্মদপুর ও গাবতলীর ডিপোর অধীনে চলাচলকারী বিআরটিসি বাসে হামলা চালানো হয়।

বিআরটিসি'র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত বাসগুলো বিআরটিসি কারখানায় মেরামত করা সম্ভব। আমরা বাস মেরামতে সক্ষমতা অর্জন করেছি। আগে ক্ষতিগ্রস্ত বাস মেরামত করার কোনো ব্যবস্থা ছিল না।

ডিপোতে আস্তে আস্তে বাস নষ্ট হতো। এখন সে রকম কোনো সুযোগ নেই। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত সকল যান মেরামত হবে। আবারও রাস্তায় লাল বাসগুলো চলতে দেখা যাবে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, হরতাল-অবরোধের দিনে গড়ে রাষ্ট্রীয় এই পরিবহন সংস্থার ৭০৭টি যানবাহন চলাচল করেছে। আর সাধারণ দিনে ১ হাজার ১৪২টি বাস রাস্তায় চলাচল করে। এজন্য কিছুটা আয় কমেছে। তবে ট্রাক ও প্রশিক্ষণ থেকে আয় কমেনি এবং সবাই প্রতি মাসের এক তারিখে নিয়মিত বেতন পাচ্ছেন বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

এনএ/