মুখের দুর্গন্ধ দূর করার সহজ নিয়ম
প্রকাশ:
১৪ জানুয়ারী, ২০২৪, ০৮:১৯ রাত
নিউজ ডেস্ক |
মুখে দুর্গন্ধের কারণে অসস্ত্বিতে পড়তে হয়। দিনে দুবার ব্রাশ করার পরও গন্ধ যেন থেকেই যায় । এ অবস্থায় মুখ ঢেকে কথা বলা ছাড়া কোন উপায় থাকে না । কারো সাথে কথা বলতে গেলে বিব্রত লাগে, হাসতেও পারেন না প্রাণ খুলে। আমাকে নিয়ে কে কি ভাববে ? এসব চিন্তা করে, সবসময় মনে একটি চাপা ভয় যেন থেকেই যায়। দুর্গন্ধ থেকে বাচার উপায় – ব্রাশ করার নিয়ম- দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা পরিস্কার করতে ডেন্টাল ফ্লাশের সাহায্য নিন। দিনে অন্তত একবার দাঁতের ফাক থেকে এসব ময়লা পরিস্কার করতে হবে। সারাদিনে একবার জিবও পরিস্কার করে ফেলুন। কিছু কিছু ব্রাশের সাথে জিব পরিস্কারের ব্যবস্থাও থাকে। তিন মাসের বেশি কোন টুথব্রাশই ব্যবহার করবেন না । নকল দাঁত ব্যবহার করলে সেটিও নিয়ম মাফিক পরিস্কার করতে হবে। রাতে খুলে রাখতে হবে । দাঁত বা মাড়ির কোন সমস্যা থাকলে দন্ত চিকিৎসকের পরামর্শ নিন। এমনকি কোন সমস্যা আপনি না বুজতে পারলেও বছরে একবার ডাক্তারের নিকট যান। দীর্ঘ সময় না খেয়ে থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে , তাই রোজা বা ধমীয় নিয়ম পালনের সময় বাড়তি খেয়াল রাখতে হবে। খাবার সচেনতা- এনএ/ |