ফের ইসরাইলে বৃষ্টি মত রকেট নিক্ষেপ করে সক্ষমতার জানান দিল হামাস
প্রকাশ:
০৯ জানুয়ারী, ২০২৪, ১২:১০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিব ও এর আশপাশের এলাকাগুলোতে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবার রাতে যুদ্ধের ৯৪তম দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে হামাসের সামরিক বাহিনী আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধের ৯৪তম দিনে গাজা থেকে রকেট বৃষ্টি শুরু হলে তেল আবিব ও এর দক্ষিণের বিভিন্ন শহরে একযোগে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বেজে ওঠে। ফলে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা আশ্রয় কেন্দ্রগুলোতে পালাতে থাকে। তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সরকার এ হামলার ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। এর আগে ইংরেজি নববর্ষের প্রথম দিন কাসাম ব্রিগেড তেল আবিব ও এর শহরতলীগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে। ওই হামলায় বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস এবং এক ডজনের বেশি দখলদার সেনা নিহত হয়। ওই হামলার পর আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছিলেন, ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকার আকাশে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করেও গুলি চালিয়েছে। সূত্র: দ্য প্যালেস্টাইন ক্রনিকল এনএ/ |