বিপুল ভোটে পিছিয়ে মাওলানা শাহীনুর পাশা, জয়ের সম্ভাবনা ক্ষীণ
প্রকাশ: ০৭ জানুয়ারী, ২০২৪, ০৭:২৮ বিকাল
নিউজ ডেস্ক

|| আদিয়াত হাসান ||

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এগিয়ে রয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পর্যন্ত আসনটির মোট ১৪৫টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

এতে দেখা যায়, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এম এ মান্নান ২৩ হাজার ১১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তৃণমূল বিএনপির প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ৪৪৫ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি (নৌকা), তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তৌফিক আলী মিনার (লাঙ্গল) ও যুক্তফ্রন্টের শরীকদল বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তালুকদার মকবুল হোসেন (কাঁঠাল)। এ ৪ জন প্রার্থীর মধ্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা ও বাকি ৩ জনই জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।

এদিকে, সুনামগঞ্জ ৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৩ হাজার ৭২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৯২১ জন ও হিজরা ভোটার ৪ জন। মোট ভোট কেন্দ্র ১৪৫ টি।

কেএল/