নাশকতার মামলায় আইনজীবীসহ বিএনপির ১০ নেতাকর্মী কারাগারে
প্রকাশ:
০৪ জানুয়ারী, ২০২৪, ১০:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নীলফামারীতে নাশকতার মামলায় এক আইনজীবীসহ বিএনপির ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার(৩ জানুয়ারি) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি আইনজীবী ওবায়দুর রহমান, সদস্য শওকত হায়াত শাহ, সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হাবলু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সৈয়দপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বাবুল, পৌর বিএনপির সদস্য মো. জাহিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আলম, পৌর যুবদলের সদস্য আবিদ হোসেন লাড্ডান।
এনএ/ |