নবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
প্রকাশ:
০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
আর কে ওসমান আলী “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বক্তব্য দেন। আলোচনা সভা শেষে সমাজসেবা বিভাগের আওতায় ২৫ জন প্রতিবন্ধীর হাতে সুবর্ণ কার্ড তুলে দেন বিশেষ অতিথি আতাউর রহমান । উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা, বিট কর্মকর্তা খাইরুল ইসলাম, বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাংবাদিক সুলতান মাহমুদ প্রমুখ। এনএ/ |