নেত্রকোণায় হত্যা মামলার ৬ ঘন্টার মধ্যে মূল আসামি গ্রেফতার, আসামির দায় স্বীকার
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৮ বিকাল
নিউজ ডেস্ক

জাহিদুল ইসলাম
নেত্রকোনা জেলা প্রতিনিধি>

নিজের পিতাকে হত্যার দায়ে সাহেরা খাতুন (৩৮) নামে একজনকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) বিবাদী মোছা. সাহেরা খাতুন(৩৮) নিজ ঘরে তার পিতাকে হত্যা করে থানা পুলিশ কে সংবাদ দেয় যে, কে বা কাহারা তার পিতাকে হত্যা করে রেখে গেছে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুনের  ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য বিবাদী সাহেরা খাতুন, মামলার বাদী হাজেরা আক্তার আনেছা সহ ৫ জনকে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বিবাদী সাহেরা খাতুন তার পিতাকে খুনের কথা স্বীকার করে। তার বাবা তাকে জমি লিখে না দেয়ার কারনে হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে তরকারি কাটার দা দিয়ে কুপিয়ে তার পিতাকে হত্যা করে।

পরবর্তীতে বাদী হাজেরা আক্তার বিবাদীর পরামর্শে থানা পুলিশ ও অন্যান্য উপস্থিত লোকজনের কাছে প্রতিপক্ষ শান্ত মিয়া  আ. রহমান গংরা তার স্বামীকে হত্যা করেছে বলে প্রচার করতে থাকে। প্রতিপক্ষের লোকজনদেরকে হত্যা মামলায় ফাঁসানোর জন্য মিথ্যা সাজানো ঘটনার আশ্রয় নেয় বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এনএ/