ইসরাইলের ৪৯টি বড় কোম্পানির ওয়েবসাইট হ্যাক করলো ফিলিস্তিনপন্থী হ্যাকাররা
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৩ রাত
নিউজ ডেস্ক

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় স্থল ও বিমান হামলার প্রতিশোধ নিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ৪৯ টি বড় কোম্পানির ওয়েবসাইট হ্যাক করেছে ফিলিস্তিন-পন্থী হ্যাকাররা।

সাইবার প্রযুক্তি ও নিরাপত্তা কোম্পানি ‘ফ্যালকন ফিডস ডট আইও’ এক এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে।

এক্স বার্তায় বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলের ৪৯টি কোম্পানির ওয়েবসাইট থেকে ব্যাপক আকারে তথ্য লঙ্ঘন ও ফাঁস হয়েছে।

এসব কোম্পানির মধ্যে রয়েছে, ইসরায়েল ইনোভেশন অথরিটির ওয়েবসাইট। যারা মূলত দেশটির শিল্প উন্নয়ন ও গবেষণা নিয়ে কাজ করে থাকে।

আরো রয়েছে দেশটির সাইবার নিরাপত্তা ভূ-গোয়েন্দা সংস্থা ‘ম্যাক্স সিকিউরিটি।’

এছাড়াও রয়েছে, সামাজিক কল্যাণ ও নিরাপত্তা মন্ত্রণালয়, আইকেইএ ইসরায়েল ও টয়োটা ইসরায়েলসহ আরো অনেক ওয়েবসাইট।

প্রসঙ্গত, ‘সাইবার তুফান’ নামে একটি হ্যাকার গ্রুপ তেল আবিবের বিরুদ্ধে এই হ্যাকিং অপারেশনের দায়বদ্ধতা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে ইসরাইলের বিভিন্ন ওয়েবসাইট ও গণমাধ্যম গুলোর উপর সাইবার আক্রমণ চালিয়েছিল একই গ্রুপটি।

এনএ/