শক্তিমত্তার মিথ্যা গল্প বলে বলে গর্ব করত ইসরায়েল
প্রকাশ:
২৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:২৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
।।জহিরুল ইসলাম।। মিথ্যা মানবচরিত্রের জঘন্যতম স্বভাব হলেও এটি ইসরায়েলিদের কাছে একটি শিল্প। ব্যাপক চাহিদাসম্পন্ন পণ্য হিসেবে মিথ্যা তাদের কাছে স্বীকৃত। কেউ সত্যবাদী হলে তাকে নেতিবাচক পরিস্থিতির শিকার হয়।শুনতে বিস্ময়কর মনে হলেও এমনটাই বলেছেন ইসরায়েলের জনৈক লেখক। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজে ওই লেখক বলেন, দখলদার সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির মূল কাজ হচ্ছে সাজিয়ে গুছিয়ে চটকদার মিথ্যা বলা।
চেইম লেভিনসন সেই বোমা হামলার কথা স্মরণ করে বলেন, ২০২১ সনের মে মাসের এক বিকেলে, গাজা উপত্যকায় একটি অপারেশন চলাকালীন, আমি হোয়াটসঅ্যাপে একটি বৃহৎ গ্রুপে একটি অডিও বার্তা পোস্ট করেছিলাম। বার্তাটি ছিল এইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের।
শক্তিমত্তার এসব ভুয়া খবর জনগণ এখন শুনতে চায় না। লেখক আফসোস প্রকাশ করে বলেন, ১৫ বছর আমাদের একজন প্রধানমন্ত্রী রয়েছেন। মিথ্যাই তার প্রধান অবলম্বন। রাষ্ট্রের স্পেশাল ফোর্স আছে, সর্বোন্নত বিমান বাহিনী আছে, সাইবার হ্যাকার আছে—এভাবে আরো বহু উন্নয়নের গল্প তিনি বলে আসছিলেন।
সূত্র: হারেৎজ। এনএ/ |