বাড়তে পারে তাপমাত্রা
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৩, ০৯:০০ সকাল
নিউজ ডেস্ক

সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, মৌসুমির স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


আবহাওয়ার এ প্রবণতা শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিরাজ করতে পারে। তবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এনএ/