সন্ত্রাসী ইসরায়েলের হামলায় প্রাণহানি ছাড়াল ২০ হাজার
প্রকাশ:
২১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়েছ যাচ্ছে ইসরায়েল। ইহুদিবাদীদের বর্বর হামলায় অবরুদ্ধ ওই উপত্যকায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে অর্ধ লাখের বেশি ফিলিস্তিনি। পাশাপাশি তিন লাখের বেশি আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু ও ৬ হাজার ২০০ নারী রয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩১০ জন চিকিৎসক, ৩৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৯৭ জন সাংবাদিক রয়েছেন। উপত্যকাজুড়ে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত প্রায় ৩ লাখ ৮ হাজার আবাসন ইউনিট। বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইসরায়েলি দখলদার বাহিনী ১২৬টি সরকারি ভবন ধ্বংস করেছে এবং ২৮৩টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯০টি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।” সূত্র: আনাদোলু এজেন্সি এনএ/ |