নির্বাচনে যেভাবে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী
প্রকাশ:
১৮ ডিসেম্বর, ২০২৩, ০৭:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে নামছে সশস্ত্র বাহিনী। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব আতিয়ার রহমান এ সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে। ওই চিঠিতে নির্বাচনকালীন সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন সংক্রান্ত বেশকিছু নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনী পরিচালিত হবে।
সশস্ত্র বাহিনীর দলের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, নির্বাচনের কয়েকদিন আগে থেকে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, ভৌত অবকাঠামো ও নির্বাচনী পরিবেশ পরিস্থিতির ওপর প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট আকারের একটি করে অগ্রবর্তী টিম পাঠানো যেতে পারে। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এনএ/ |