কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করা কি জায়েজ?
প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৭ দুপুর
নিউজ ডেস্ক

প্রশ্ন: কবরের পাশে দাঁড়িয়ে বা বসে পবিত্র কোরআন দেখে বা মুখস্থ তিলাওয়াত এবং হাত তুলে মোনাজাত করা কি জায়েজ আছে?

-ইয়াকুব আলী, টাঙ্গাইল


উত্তর: কবরের পাশে দাঁড়িয়ে বা বসে মুখস্থ ও দেখে উভয় অবস্থায়ই কোরআন তিলাওয়াত করা জায়েজ। তবে কবরস্থানে পবিত্র কোরআন নিয়ে যাওয়া অনুত্তম। তদ্রুপ কবরস্থানে কবরের দিকে না ফিরে অন্যদিকে ফিরে মোনাজাত করা জায়েজ। (হিন্দিয়া : ১/১৬৬, রদ্দুল মুহতার : ২/২৪৩, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ২/২৪৩)

এনএ/