‘নৈতিকতাহীন শিক্ষা জাতির উন্নতি করতে পারে না’
প্রকাশ:
০৯ ডিসেম্বর, ২০২৩, ১০:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শিক্ষার সাথে নৈতিকতা ও আধ্যাত্মিকতা না থাকলে সে শিক্ষা জাতির উন্নতি করতে পারে না বলে মন্তব্য করেছেন দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক। শুক্রবার সকালে দারুননাজাত একাডেমির শুভ উদ্বোধন, পুরস্কার বিরতণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আ. খ. ম. আবুবকর সিদ্দীক বলেন, ‘দেশে হাজারও শিক্ষা প্রতিষ্ঠান আছে। তারপরেও এটা পর্যাপ্ত নয়। আজকে সমাজ, রাষ্ট্রসহ সবখানে আস্থার সংকট। বিশ্বাসের সংকট। সবাই মনে করে না জানি আমি ঠকে যাচ্ছি।’ তিনি বলেন, ‘কারো সাথে আমাদের বৈরিতা নয়। শত্রুতা নয়। আমরা সবাই কাজ করছি। তবে একেকজনের একেক উদ্দেশ্য। আমরা একটা ভিন্ন লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ করছি। সবার আন্তরিকতা, সততা, সচ্ছতা থাকলে সফল হওয়া সম্ভব।’ দারুননাজাত একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আব্দুল্লাহ যোবায়ের, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম প্রমুখ। এনএ/ |