১৪ ‍দলের সঙ্গে জোট প্রসঙ্গে যা বললেন ওবাইদুল কাদের
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৩, ০৪:৩০ দুপুর
নিউজ ডেস্ক

আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘১৪ দলের সঙ্গে জোট আছে  আমাদের। এ কথা মোটেই অস্বীকার করছি না। ১৪ দলের কারা মনোনয়ন চান, এটা আমাদের আগে দেখতে হবে । যারা নির্বাচনে জেতার মতো, তাদের অবশ্যই সুযোগ দেওয়া হবে।


আজ মঙ্গলবার, ওবাইদুল কাদের এসব কথা বলেন  রাজধানীর ধানমণ্ডিস্থ আ. লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে। তিনি বলেন, ‘১৪ দল পরিচয়ে তো কাউকে ক্যান্ডিডেট দেওয়া যাবে না। তারা কারা কারা প্রার্থী সেটা আমরা দেখব। আমাদের সময় আছে হাতে ।


আগামী ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ । এর মধ্যে আমরা পর্যবেক্ষণ ও সমন্ময় করব। যেখানে যেটা প্রয়োজন সেটাই করব আমরা। ওবায়দুল কাদের বলেন, স্বতন্ত্র ও ডামি প্রার্থীর ব্যাপারেও বিষয়টা এ রকম।১৭ তারিখের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।

বিএনপি প্রসঙ্গে কাদের বলেন, ‘বিএনপিকে নির্বাচনে আনার কোনো কৌশল নেই। তবে তারা এলে আপত্তি নেই। তারা এলে স্বাগতম।’ এ সময় এক সাংবাদিক বলেন, কেউ কেউ আসতে পারে বলে শোনা যাচ্ছে।

এরপর কাদের বলেন, ‘শোনা যায়। কেউ কেউ আসতে পারেন। কেউ কেউ নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩০ নভেম্বর। এর মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।

জেএম/