শীতে গলা ব্যথা দূর করার উপায়
প্রকাশ:
২৭ নভেম্বর, ২০২৩, ১১:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শীত আসি আসি করছে। সকালের বাতাসে ঠান্ডার আমেজ থাকে। তাই যাদের ঠান্ডা লাগার সমস্যা আছে, তাদের এই সময়ে সর্দিকাশি হতেই পারে। এ সময় খাওয়ার সময় গলায় ব্যথা, গলা খুসখুস করা, ঢোঁক গিলতে না পারার মতো লক্ষণগুলো দেখা দিতে পারে। ঠান্ডার এই সমস্যায় আমরা কম-বেশি সকলেই ভুগে থাকি। তবে এসব রোগে ভয় পাওয়ার কিছুই নেই। একটু সতর্কতা অবলম্বন করলে আপনি এ ধরনের মৌসুমী গলাব্যথা থেকে মুক্তি পেতে পারেন। কেন হয় - করণীয়- এনএ/ |