ঢাকায় আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল
প্রকাশ:
০৩ নভেম্বর, ২০২৩, ০৯:০৬ রাত
নিউজ ডেস্ক |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যবেক্ষণে আসছে কমনওয়েলথ পর্যবেক্ষণ দল। চলতি মাসের তৃতীয় সপ্তাহে তাদের প্রাক-নির্বাচনী দলের আসার কথা রয়েছে। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার আনিছুর রহমান। এ সময় তিনি বলেন, আমি এখনো কাগজ পত্র দেখি নাই। শুনেছি যে ওরা আসবে কনফার্ম করেছে। কবে আসবে তা সঠিক জানি না। তবে এ মাসের তৃতীয় সপ্তাহের দিকে আসার কথা জানিয়েছিল তারা।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর কমনওয়েলথের প্রাক-নির্বাচনী দল বাংলাদেশে অবস্থান করতে পারে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সদ্ধিান্ত নিবে সংস্থাটি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমকে বলেন, কমনওয়েলথের পক্ষ থেকে নভেম্বরের তৃতীয় সপ্তাহে একটি প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠানোর কথা জানিয়েছে। আমরা তাদের স্বাগত জানিয়েছি।আশা করি নির্বাচন পর্যবেক্ষণেও তারা আসবে।
এনএ/
|